জাতীয়

দেশে মাত্র ১৩ লাখ বৈধ গাড়ি চালক

দেশে ২১ লাখ গাড়ির বিপরীতে মাত্র ১৩ লাখ গাড়ি চালকের লাইসেন্স আছে বলে জানিয়েছেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হোসেইন। বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘সড়ক নিরাপত্তা ও গণমাধ্যম রিপোর্টিং’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।তিনি জানান, দেশে ২১ লাখ গাড়ির বিপরীতে লাইসেন্স আছে মাত্র ১৩ লাখ চালকের। প্রতিবছর নিবন্ধিত হচ্ছে দেড় লাখ গাড়ি। এ জন্য প্রয়োজন ২ লাখ ২৫ হাজার চালক। প্রতি গাড়ির জন্য ১.৫ জন চালক দরকার। দেশে অনুমোদিত ড্রাইভিং স্কুল রয়েছে ৩৮০টি এবং অননুমোদিত রয়েছে ৬৯টি।ব্র্যাকের স্ট্রাটেজি, কমিউনিকেশন্স অ্যান্ড ইমপাওয়ারমেন্ট কর্মসূচির জ্যোষ্ঠ পরিচালক আসিফ সালেহ সড়ক নিরাপত্তা বিষয়ে ব্র্যাকের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, দারিদ্র্য নিরসনে দেশে অনেক সফলতা থাকলেও এখনো সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে সেভাবে সাফল্য আসেনি। বরং দিনের পর দিন এটি মহামারি আকার ধারণ করেছে। এ জন্য ব্র্যাক নিজস্ব তহবিলে সড়ক নিরাপত্তা ইস্যুতে কাজ করছে।অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা কমিয়ে আনতে ড্রাইভারদের প্রশিক্ষণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নারী চালকের সংখ্যা বাড়ানো, গাড়ি প্রতি কমপক্ষে দুজন চালক, চালকদের বিশ্রাম প্রদান, চালকদের প্রতি মালিকদের সদয় দৃষ্টি ও দায়িত্ববোধ, ফুটপাত দখলমুক্ত ও পাঠ্যপুস্তকে সড়ক নিরাপত্তা বিষয়কে অন্তর্ভুক্তকরণ করার ওপর গুরুত্ব প্রদান করা হয়।মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-  ব্র্যাকের কমিউনিকেশন্স ও অ্যাডভোকেসি কর্মসূচির সিনিয়র উপদেষ্টা আফসানা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাগুফ্তা সুলতানা।এছাড়া, এ মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন সেশনে আলোচনায় অংশ নেন বিআরটিএর সাবেক উপপরিচালক আব্দুর রব, ব্র্যাকের  জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, বুয়েটের এআরআই বিভাগের সহকারী অধ্যাপক এস এম সোহেল মাহমুদ, ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ কর্মসূচির সিনিয়র ম্যানেজার (মিডিয়া) প্রিসিলা রাজ প্রমুখ।

Advertisement