জাতীয়

পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৯১ শতাংশ

বুধবার শেষ হওয়া পৌরসভা নির্বাচনে ৭৩ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। ২০৮ পৌরসভায় প্রদত্ত ভোটের মধ্যে ৭ লাখ ৭৮ হাজার ৯২৫টি ভোট বাতিল হয়েছে। নির্বাচন কমিশনে (ইসি) মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফলের ভিত্তিতে তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। এর আগে ২০১১ সালে অনুষ্ঠিত অষ্টম পৌরসভা নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছিলো।এটি ছিল দেশের নবম পৌরসভা নির্বাচন। ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, স্থগিত ১৯ পৌরসভার ৫০টি ভোটকেন্দ্রের ফলাফল বাদ দিয়ে এ হিসাব করা হয়েছে।সূত্র জানায়, এই নির্বাচনে ৪৪ লাখ ৮১ হাজার ৭৬০ জন ভোট দিয়েছেন। অথচ ভোটার ছিল ৬০ লাখ ৬৩ হাজার ৭২৯ জন। জানা যায়, সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর কেন্দ্র স্থগিত হওয়ার কারণে ১৯ পৌরসভার হিসাব করা হয়নি। এক্ষেত্রে মোট ২০৮টি পৌরসভার প্রতিবেদন তৈরি করা হয়েছে। এইচএস/এআরএস/পিআর

Advertisement