দেশজুড়ে

পারিবারিক বিরোধে আড়াই মাসের শিশুকে হত্যা করলেন চাচি

হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আড়াই মাসের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে চাচির বিরুদ্ধে।

Advertisement

অভিযুক্ত শাহেনা বেগমকে গ্রেফতারের পর বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার উপজেলা সদরের ২ নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের আমিরখানী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফরহাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার ভাই ফয়েজ আহমেদের স্ত্রী শাহেনা বেগমের। এনিয়ে উভয় পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার ফরহাদ হোসেনের স্ত্রী আড়াই মাস বয়সী শিশুসন্তান হুসাইন আহমেদকে রেখে বাড়ির পুকুরে যান। এ সুযোগে শাহেনা বেগম দেবর ফরহাদ হোসেনের ঘরে প্রবেশ করে হুসাইন আহমেদের মুখে আঙুুল ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

Advertisement

ঘটনাটি পাশের ঘরের এক শিশু দেখে ফেলে। শিশুর মা ঘরে এসে সন্তানের কোনো সাড়া শব্দ না পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের মানুষ জড়ো হন। স্থানীয়রা হুসাইন আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শাহেনা আক্তারকে আটক করেন।

এ ঘটনায় নিহত শিশু হোসাইন আহমেদের বাবা ফরহাদ হোসেন বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেনা বেগম হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম

Advertisement