নানাভাবে হররানির স্বীকার হতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশেষ করে ফেসবুকে অপরিচিত যে কেউ আপনার প্রোফাইল ঘুরে আসতে পারে। ব্যক্তিগত ছবি এবং পোষ্ট নিয়ে বিভ্রান্তও হতে হয় মাঝে মাঝে।
Advertisement
ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের ফেসবুক প্রোফাইল লক করে রাখেন। এই ফিচার চালু করে রাখলে ফ্রেন্ড লিস্টের বাইরে কোনো ব্যক্তি আপনার প্রোফাইলের কোন তথ্য দেখতে পাবে না। প্রথমে শুধু নারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই ফিচার আনা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরুষদের মধ্যেও এই ফিচার বেশি জনপ্রিয়তা পায়।
অনেকে ফেসবুক থেকেই লক করে দিয়েছে। আবার কেউ কেউ এমন নোটিফিকেশনই পাননি। যারা এখনো নিজের প্রোফাইলটি লক করেননি, তারা খুব সহজে নিজেই কাজটি করতে পারবেন। কম্পিউটার অথবা মোবাইল দুই জায়গা থেকেই ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন। জেনে নিন উপায়-
মোবাইল অ্যাপের মাধ্যমে যেভাবে ফেসবুক প্রোফাইল লক করবেন-> প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করুন।> এবার নিজের প্রোফাইলের উপরে ট্যাপ করুন।> ‘অ্যাড টু স্টোরি’ অপশনের পাশে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।> এখানে ‘লক প্রোফাইল’ অপশন দেখতে পাবেন। এই অপশনে ট্যাপ করুন।> পরের পেজে প্রোফাইল লকের বিষকে একটি বিবরণ দেবে ফেসবুক। নিচে ‘লক প্রোফাইল’ অপশন সিলেক্ট করুন।> এবার পপ আপ মেসেজে ‘ইউ লকড ইওর প্রোফাইল’ অপশন সিলেক্ট করুন। এবার ‘ওকে’ সিলেক্ট করুন।
Advertisement
পিসি থেকে ফেসবুক প্রোফাইল লক করবেন যেভাবে-> ব্রাউজারে ফেসবুক ওপেন করুন।> নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন।> এবার প্রোফাইলে ক্লিক করুন।> এবার স্টোরি অ্যাড করা ও প্রোফাইল এডিট করার থ্রি ডট মেনুতে ক্লিক করুন> এবার ‘লক প্রোফাইল’ অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করুন> কীভাবে এই ফিচার কাজ করবে তা পরের পেজে জানতে পারবেন> নীচে ‘লক ইওর প্রোফাইল’ অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন> এবার ‘লক ইওর প্রোফাইল’ পপ আপ উইন্ডোতে ‘ওকে’ সিলেক্ট করুন
আপনার প্রোফাইল লক করে রাখলে অনেকভাবেই সুরক্ষা পাবেন। একদিকে যেমন প্রোফাইল ছবি, কভার ছবি, স্টোরি ও প্রোফাইলের অন্যান্য তথ্য সুরক্ষিত থাকে একই সঙ্গে প্রোফাইলের পাবলিক পোস্টগুলো আর পাবলিক থাকে না।
কেএসকে/জিকেএস
Advertisement