রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এরা করোনা উপসর্গ নিয়ে মারা যান।
Advertisement
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার তিনজন ও পাবনার একজন ব্যক্তি করোনা উপসর্গে মারা যান। এছাড়া রামেকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন চারজন। হাসপাতাল ছেড়ে গেছেন চারজন। করোনা সন্দেহে ভর্তি আছেন ১৩ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০ জন।
ফয়সাল আহমেদ/এসজে/এএসএম
Advertisement