জাতীয়

পিএসসি-জেএসসির ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে এ ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিএসসি) পাসের হার ৯৮ দশমিক ৫২ ভাগ। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা গেছে।প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা বিভাগে এ বছর পিএসসির পাসের হার ৯৮ দশমিক ৭৪ ভাগ, খুলনা বিভাগে ৯৮ দশমিক ৯৭ ভাগ, রাজশাহী বিভাগে ৯৯ ভাগ, বরিশাল বিভাগে ৯৮ দশমিক ৩০ ভাগ, সিলেট বিভাগে ৯৬ দশমিক ৭৯ ভাগ এবং রংপুর বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৫৬ ভাগ।উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। এছাড়া বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পিএসসি পরীক্ষা শুরু হয় গত ২২ নভেম্বর, শেষ হয় ৩০ নভেম্বর। প্রাথমিকে ২৯ লাখ ৫০ লাখ ৯২৮ জন পরীর্ক্ষাথীর নিবন্ধন করে। মধ্যে এক লাখ ৫৩ হাজার ১৫৮ জন অনুপস্থতি ছিল। এছাড়া ইবতেদায়িতে ৩ লাখ ৬ হাজার ১৯৩ জন পরীর্ক্ষাথী নিবন্ধন করে। এর মধ্যে ৪১ হাজার ৮৮৪ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীর্ক্ষাথীদের মধ্যে ছাত্র ২৫ হাজার ৪১৬ জন এবং ১৬ হাজার ৪৩২ জন ছাত্রী। উভয় পরীক্ষায় মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীর্ক্ষাথী অংশ নেয়ার জন্য নিবন্ধন করে।ফলাফল পেতে নিচের লিংকগুলো ব্যবহার করুন :পিএসসি এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পেতে ক্লিক করুন এখানেজেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল পেতে ক্লিক করুন এখানেএনএম/আরএস/এআরএস/আরআইপি

Advertisement