দেশজুড়ে

দেড় কোটি টাকার সাপের বিষসহ যুবক আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কোটি ৬০ লাখ টাকা মূল্যের সাপের বিষসহ রফিকুল ইসলাম বাবলু (৩৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

Advertisement

সোমবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার শিবপুর বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের হামলা কুড়িগ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

বিজিবি শিবপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আহসান বলেন, সাপের বিষ পাচারের খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবি। একটি মোটরসাইকেলে করে রফিকুল ইসলাম ভারতে যাচ্ছিলেন। পরে তার দেহ তল্লাশি করে সাপের বিষ ভর্তি একটি বোতলসহ তাকে আটক করা হয়।

জানতে চাইলে ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল্লাহ আবেদ বলেন, সকালে ৪০০ গ্রাম সাপের বিষ ভর্তি একটি বোতলসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। উদ্ধার সাপের বিষের মূল্য আনুমানিক এক কোটি ৬০ লাখ টাকা।

Advertisement

আরএইচ/এমএস