রাজনীতি

হরতাল নাকি বিক্ষোভ?

সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বুধবার রাতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে দলের সিনিয়র নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।বৈঠকে একই সঙ্গে নির্বাচনের অনিয়ম, সহিংসতা, কারচুপির অভিযোগ এনে এর প্রতিবাদের কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে হরতাল বা বিক্ষোভের মতো কর্মসূচির ঘোষণা দিতে পারে দলটি।বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের আলোচ্য বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি কর্মসূচিও ঘোষণা করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করে আসা দলটি ওই দিনই পৌর নির্বাচনের কারচুপি-অনিয়মর প্রতিবাদে ঘোষিত কর্মসূচি পালন করবে বলে বৈঠক সূত্রে জানা যায়।এর আগে, বুধবার রাত সাড়ে ৯টায় দলের সিনিয়র নেতাদের নিয়ে ঘণ্টাব্যাপি বৈঠক করেন বেগম খালেদা জিয়া। বৈঠক শেষেই কর্মসূচি ঘোষণার কথা শোনা গেলেও কৌশলগত কারণেই তড়িঘড়ি করে কর্মসূচি ঘোষণা করেনি বিএনপি।তবে নতুন বছর দলটি কীভাবে শুরু করবে তা নিশ্চিত হতে হলে গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করতে হবে।এমএম/বিএ

Advertisement