দেশজুড়ে

নাটোরে ৬ পৌরসভার পাঁচটিতে আ.লীগ বিজয়ী

নাটোরের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাঁচটি এবং একটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। নাটোর সদর পৌরসভায় মেয়র পদে উমা চৌধুরী জলি ১৯ হাজার ২শ` ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক আল মামুন পেয়েছেন  ১৬,২শ` ৬ ভোট। সিংড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ১৪ হাজার ৫শ` ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিম আল রাজি পেয়েছেন ৪হাজার ৩শ` ৯৩ ভোট। গোপালপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোলাম ৪ হাজার ৯শ` ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন ৩ হাজার ৫শ` ৮৯ ভোট। গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা ৯ হাজার ৫৪ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫ হাজার ৪শ` ৯৪ ভোট। নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে সফির উদ্দিন মণ্ডল ৩ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আব্বাস আলী নান্নু পেয়েছেন এক হাজার ৬শ` ৯৫ ভোট। বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারেক সরদার ৫ হাজার ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী শরিফুল হক মুক্তা পেয়েছেন ৩ হাজার ৮১ ভোট। রেজাউল করিম রেজা/এমজেড/পিআর

Advertisement