সাইক্লোন জাওয়াদের প্রভাবে বরগুনার বড়ইতলা ফেরিঘাট ডুবে গেছে। রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকে দুর্ভোগে পড়েছেন বড়ইতলা-বাইচটকি ফেরিঘাটে আসা যাত্রীরা।
Advertisement
স্থানীয়রা জানান, সকাল থেকে বরগুনায় গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুরের পর থেমে গেছে। বেড়েছে তাপমাত্রাও। তারপরও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বসতবাড়ি তলিয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে বঙ্গোপসাগরে মাছ শিকার রত জেলেরা জানিয়েছেন, জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ইতোমধ্যে অনেকে জেলে গুটিয়ে তীরে ফিরে এসেছেন।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে মাছ শিকার করা জেলেদের অনেকেই তীরে ফিরে এসেছেন। যারা সাগরে রয়েছেন তারা নিরাপদ অবস্থান থেকে মাছ শিকার করছেন।
Advertisement
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মাহতাব হোসেন বলেন, নদীগুলোতে পানি বেড়েছে। তবে এখনো তা বিপদসীমা অতিক্রম করেনি।
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জাওয়াদ মোকাবিলায় আমরা সতর্ক রয়েছি।
আরএইচ/জিকেএস
Advertisement