দেশজুড়ে

সিরাজগঞ্জে ৬টির মধ্যে ৫টি পৌরসভা নির্বাচনের ফলাফল

সিরাজগঞ্জের ৬টি পৌরসভা নির্বাচনের মধ্যে ৫টি পৌরসভা নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। কাজিপুর পৌরসভা নির্বাচনে ১০টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক ৭ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট এবং বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মাসুদ রায়হান মুকুল পেয়েছেন ৮৮ ভোট।রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামী লীগের গাজী আব্দুল­াহ আল পাঠান নৌকা প্রতীক তিন হাজার ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন দুই হাজার ৯৩৬ ভোট।উল্লাপাড়া পৌরসভার ১৭টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রাথী নজরুল ইসলাম নৌকা প্রতীক ১৬ হাজার ৮৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির বেলাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট।বেলকুচি পৌরসভা নির্বাচনে ২৫টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আশানুর বিশ্বাস নৌকা প্রতীক ২৪ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আল আমিন ভুইয়া জামাল ধানের শীষ প্রতীক পেয়েছে ৮ হাজার ১৭৫।শাহজাদপুর পৌরসভা নির্বাচনে ২৫টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের হালিমুল হক মিরু নৌকা প্রতীক নিয়ে ২১ হাজার ৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক পেয়েছে ৭ হাজার ৭০৩ ভোট।বাদল ভৌমিক/বিএ

Advertisement