স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদুল ইসলামসহ পাঁচজনকে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।বুধবার ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে তাদের হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি উত্তরের এএসপি মীনহাজুল ইসলাম। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।তারা হলেন, বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-ফ্লাইট সার্ভিস) এমদাদুল ইসলাম, প্ল্যানিং অ্যান্ড সিডিউলিংয়ের প্রধান ক্যাপ্টেন আবু মো. আসলাম শহীদ, সিডিউলিং ম্যানেজার মো. তোজাম্মেল হোসেন, বিমানের ঠিকাদার মাহমুদুল হক পলাশ ও ফারহান মানি একচেঞ্জের মালিক মো. হারুন অর রশীদ।সূত্রমতে, ১২ নভেম্বর বিজি-০৪৬ ফ্লাইটে বাংলাদেশ বিমানের কেবিন ক্রু মাজহারুল আফসার রাসেলকে ২ কেজি ৬০০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।এর প্রেক্ষিতে মঙ্গলবার রাতে বিমানবন্দর, উত্তরা ও বসুন্ধরা এলাকা থেকে মামালার অন্য আসামিদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
Advertisement