দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ২, বিএনপি ১

ঠাকুরগাঁও জেলার ৩টি পৌরসভার মধ্যে রাণীশংকৈল ও পীরগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রে ফলাফল পাওয়া গেছে। ঠাকুরগাঁও পৌরসভার ২১টির মধ্যে ৩টি কেন্দ্র স্থগিত ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। ১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। পৌরসভার ২১টির মধ্যে ১৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ নিয়ে ১৫ হাজার ৭ শ’ ৫৯ ভোট পেয়ে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তাহমিনা আখতার মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭ শ’ ১ ভোট। স্থগিত ৩টি কেন্দ্রের মোট ভোট ৬হাজার ৩শ’ ৬১। সে হিসেবে মির্জা ফয়সল আমীনের জয় নিশ্চিতই বলা যায়।রাণীশংকৈলে আওয়ামী লীগ প্রার্থী আলমগীর সরকার নৌকা প্রতীকে ৪ হাজার ৮ শ’ ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জামাতের স্বতন্ত্র প্রার্থী জগ মার্কায় মোকাররম হোসেন ৩ হাজার ৪ শ’ ৯১ ভোট পেয়েছে।অন্যদিকে পীরগঞ্জ পৌরসভার ৯টির মধ্যে সবকটির চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগের কসিরুল আলম নৌকা প্রতীকে ৫ হাজার ৭ শ’ ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাজিউর রহমান রাজু ধানের শীষ মার্কায় পেয়েছেন ৫ হাজার ১শ’ ৩৬ ভোট। রবিউল এহ্সান রিপন/এসএইচএস/পিআর

Advertisement