বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যে যেন একটা উৎসব উৎসব ভাব। সারা বছর যেটা নিয়ে ব্যাস্ত থাকতে হয় তাদের, যেটা নিয়ে প্রতিনিয়ত লিখতে হয়, সেটাতেই যখন নিজেরা অংশগ্রহণ করে, তখন উৎসবের মাত্রাটা বেড়ে যায়। প্রাণ বেভারেজের পৃষ্ঠপোষকতায় প্রাণ-ফ্রুটো বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট ঘিরে তেমনই উৎসবমূখর ক্রীড়াঙ্গণ। নতুন বছরের প্রথম দিন, শুক্রবার থেকে শুরু হচ্ছে ২৪ দলের জমজমাট মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে খেলবেন শুধুই সাংবাদিকরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফের ওপর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলাগুলো।টুর্নামেন্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো মিডিয়া কাপের ড্র অনুষ্ঠান। একই সঙ্গে উম্মোচিত হলো ট্রফি এবং জার্সি। ২৪টি দলকে ভাগ করা হয়েছে ৮টি গ্রুপে। প্রতি গ্রুপে তিনটি করে দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে প্রথম পর্বে। প্রতি গ্রুপের সেরা একটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। প্রাণ-ফ্রুটো বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে অংশ নিচ্ছে জাগোনিউজ২৪.কমও।বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান, হেড অব মার্কেটিং আতিকুর রহমান, বিএসজেএ’র সহসভাপতি অঘোর মণ্ডল, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আরিফুর রহমান বাবু।বুধবার বাংলাদেশ অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে তামিম ইকবাল বিএসজেএকে মিডিয়া ক্রিকেট আয়োজনের পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘এমনিতেই আমাদের প্রচার মাধ্যম দেশের ক্রিকেটের উত্তরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার ধারণা, বিএসজেএ আগামীতে জাতীয় পর্যায়ের আসর অয়োজনে উদ্যোগী হলে দেশের ক্রিকেট উপকৃত হবে।’প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান বলেন, ‘প্রাণের পন্য নিয়ে আমরা আগে থেকেই ক্রিকেটের সঙ্গে কাজ করছি। পাকিস্তান সিরিজ, জিম্বাবুয়ে সিরিজে প্রাণ-ফ্রুটো কিংবা প্রাণ-আপ নিয়ে জড়িত হয়েছি। ক্রীড়া সাংবাদিকরা তো ক্রিকেটেরই বড় একটা অংশ। আরও একবার আমরা সাংবাদিকদের এই আয়োজনের সঙ্গে জড়িত হতে পেরেছি। ক্রিকেট যেমন নিজেদের সাফল্যে গর্বিত হতে পারি, তেমনি প্রাণ ফ্রুটোও নিজেদের সাফল্যে গর্বিত হতে পারে। কারণ, বাংলাদেশের একমাত্র পণ্য যা, বিশ্বের ১২২টি দেশে রপ্তানি করা হয়। আমের মওসুমে আমরা উত্তরাঞ্চলে ১০০ থেকে ১২০ কোটি টাকার আম কিনি। যে কারণে, ওই অঞ্চলে অর্থনৈতিক পরিবর্তণও ঘটেছে বেশ দ্রুত। দেশের আম প্রসেসিং করেই আমরা বিদেশে প্রাণ-ফ্রুটো রপ্তানি করছি। নিজেদের সাফল্য ধরে রাখার পাশাপাশি আমরা ভবিষ্যতে আরও এমন এমন আয়োজনের সঙ্গে জড়িত হতে পারবো বলে আশা করছি।’প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং আতিকুর রহমান বলেন, ‘ক্রিকেট দিয়েই বহির্বিশ্বের মানুষ অনেক বেশি করে বাংলাদেশকে চেনে। ক্রিকেট যেমন বাংলাদেশের মুখ উজ্জল করেছে, তেমনি প্রাণ ফ্রুটোও চেষ্টা করছে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জল করার। কারণ, প্রাণ ফ্রুটো একমাত্র বাংলাদেশি পণ্য যেটি বিশ্বের ১২০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে। আর সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয়বারেরমত একসাথে হতে পেরে নিজেদেরেই গর্বিত মনে করছি। আশাকরি ভবিষ্যতেও এমন সম্পর্ক বজায় থাকবে আমাদের।’
Advertisement
প্রাণ-ফ্রুটো বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের গ্রুপিং
গ্রুপ এ- মাছরাঙ্গা টিভি, সময় টিভি, নিউএইজ।গ্রুপ বি- দ্যা ডেইলি স্টার, এটিএন নিউজ, নয়াদিগন্ত।গ্রুপ সি- ঢাকা ট্রিবিউন, এসএ টিভি, সকালের খবর। গ্রুপ ডি- কালেরকন্ঠ, ইন্ডিপেডেন্ট টিভি, দ্য ইন্ডিপেডেন্ট। গ্রুপ ই- জি টিভি, বাংলাভিশন, বিডিনিউজ ২৪ ডটকম। গ্রুপ এফ- সমকাল, যমুনা টিভি, যুগান্তর। গ্রুপ জি- চ্যানেল আই, এনটিভি, বনিকবার্তা। গ্রুপ এইচ- রেডিও টুডে, বৈশাখি টিভি, জাগোনিউজ২৪.কম। প্রাণ-ফ্রুটো বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের ফিকশ্চার
১-১-২০১৬
Advertisement
মাছরাঙ্গা
বনাম
নিউএইজ
সকাল ৯.৩০
Advertisement
ডেইলি স্টার
বনাম
নয়াদিগন্ত
সকাল ৯.৩০
ঢাকা ট্রিবিউন
বনাম
সকালের খবর
সকাল ১০.৩০
জিটিভি
বনাম
বিডিনিউজ ২৪ ডট কম
সকাল ১০.৩০
সমকাল
বনাম
যুগান্তর
সকাল ১১.৩০
চ্যানেল আই
বনাম
বনিক বার্তা
সকাল ১১.৩০
কালেরকন্ঠ
বনাম
দি ইন্ডিপেন্ডেন্ট
দুপুর ১২.৩০
রেডিও টুডে
বনাম
জাগো নিউজ
দুপুর ১২.৩০
২-১-২০১৬
যুগান্তর
বনাম
যমুনা টিভি
সকাল ৯.৩০
সময় টিভি
বনাম
নিউ এইজ
সকাল ৯.৩০
এটিএন নিউজ
বনাম
নয়াদিগন্ত
সকাল ১০.৩০
এসএ টিভি
বনাম
সকালের খবর
সকাল ১০.৩০
বাংলাভিশন
বনাম
বিডিনিউজ ডট কম
সকাল ১১.৩০
এনটিভি
বনাম
বনিক বার্তা
সকাল ১১.৩০
ইন্ডিপেন্ডেন্ট টিভি
বনাম
দ্যা ইন্ডিপেন্ডেন্ট
দুপুর ১২.৩০
বৈশাখী টিভি
বনাম
জাগো নিউজ
দুপুর ১২.৩০
৩-১-২০১৬
সমকাল
বনাম
যমুনা টিভি
সকাল ৯.৩০
মাছরাঙ্গা
বনাম
সময় টিভি
সকাল ৯.৩০
ডেইলি স্টার
বনাম
এটিএন নিউজ
সকাল ১০.৩০
ঢাকা ট্রিবিউন
বনাম
এসএ টিভি
সকাল ১০.৩০
কালেরকন্ঠ
বনাম
ইন্ডিপেন্ডেন্ট টিভি
সকাল ১১.৩০
জিটিভি
বনাম
বাংলভিশন
সকাল ১১.৩০
চ্যানেল আই
বনাম
এনটিভি
দুপুর ১২.৩০
৪-১-২০১৬
কোয়ার্টারফাইনাল
গ্রুপ-এ বিজয়ী
বনাম
গ্রুপ-সি বিজয়ী = কিউ
সকাল ১০.০০
গ্রুপ-বি বিজয়ী
বনাম
গ্রুপ-ডি বিজয়ী = আর
সকাল ১০.০০
গ্রুপ-ই বিজয়ী
বনাম
গ্রুপ-জি বিজয়ী = এস
সকাল ১১.০০
গ্রুপ-এফ বিজয়ী
বনাম
গ্রুপ-এইচ বিজয়ী = টি
সকাল ১১.০০
৫-১-১৬
সেমিফাইনাল
দল কিউ
বনাম
দল এস
সকাল ১০.০০
দল আর
বনাম
দল টি
সকাল ১০.০০
৬-১-২০১৬
ফাইনাল
প্রথম সেমিফাইনাল বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী
সকাল ১০.৩০
আইএইচএস/আরআইপি