বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের সেরা আবিষ্কার আবু হায়দার রনি। ১২ ম্যাচে ১৫.০৪ গড়ে ২১ উইকেট নিয়ে কুমিল্লার শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। তারই পুরস্কার পেলেন এই তরুন তুর্কি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় দলের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলতঃ এশিয়া কাপ (টি-টোয়েন্টি ফরম্যাটে) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই দলটি গঠন করা হয়েছে। যদিও তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে।ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রাথমিক দলে রনির সুযোগ পেয়ে গেলেন আরও দুই নবীন মোসাদ্দেক হোসেন সৈকত এবং কাজী নুরুল হাসান। সৈকত জাতীয় লিগে সুপার পারফরমার। বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়েও ভালো ব্যাটিং করেছিলেন। নুরুল হাসান বিপিএলে খেলেছেন সিলেট সুপার স্টারসের হয়ে। দল খারাপ করলেও, নুরুল হাসান ছিলেন উজ্জল পারফরমার। দল নির্বাচনে সবচেয়ে বড় চমক যদি হয় তিন তরুণ ক্রিকেটারের জায়গা পাওয়া, তাহলে তার চেয়েও বড় চমক হচ্ছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের প্রাথমিক দলে না থাকা। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও দলে ছিলেন এই লেগ স্পিনার। একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছিলেন তিনি। তবে বিপিএলে ভালো খেলায় দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন জহুরুল ইসলাম অমি। বরিশাল বুলসের হয়ে অসাধারণ পারফরম্যান্স করলেও, শাহরিয়ার নাফীস থেকে গেলেন উপেক্ষিত।এছাড়াও সদ্য ইনজুরি থেকে ফেরা পেসার তাসকিন আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বিও রয়েছেন এই দলে। যদিও ইনজুরির কারণে ২৭ সদস্যের দলে নেই অন্যতম সেরা পেসার রুবেল হোসেন। বিপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েও রয়েছেন সোহাগ গাজী। এছাড়া সাকলাইন সজীব সুযোগ পেলেও সুযোগ হয়নি বিপিএলে বরিশালের হয়ে দারুণ পারফরমেন্স করা তাইজুল ইসলামের। তাইজুল মূলতঃ টেস্ট স্পেশালিস্ট। টি-টোয়েন্টিতে তিনি থাকেন দলের বাইরেই।বাংলাদেশ দলমাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, কাজী নুরুল হাসান, সাকলাইন সজীব, তাসকিন আহমেদ, আবুল হোসেন রাজু, মোঃ মিঠুন, মোঃ শহীদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, এনামুল হোক বিজয়, আবু হায়দার রনি ও জহুরুল ইসলাম।আরটি/আইএইচএস/আরআইপি
Advertisement