খেলাধুলা

ক্রিকেটারদের অনুশীলন শুরু ৩ জানুয়ারি

আগে থেকেই জানা গিয়েছিল জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একই সঙ্গে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে শুরু হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। তবে নির্দিষ্ট তারিখ কেউ জানায়নি। এবার জানা গেলো, ৩ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে ক্রিকেটারদের সেই ক্যাম্প। আজ একটি অনুষ্ঠানে তারিখটি জানান জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।বিপিএলের পর লম্বা একটি ছুটি পেলেন ক্রিকেটাররা। লম্বা ছুটি কাটিয়ে আবার ফিরতে হবে মাঠে। তামিমের কাছে জানতে চাওয়া হয়, এই বিশ্রামটা কতটা কাজ দেবে তাকে? জবাবে তামিম বলেন, ‘শুধু আমার নয়, সব ক্রিকেটারের জন্যই এই বিশ্রামটা বেশ প্রয়োজন ছিল। কারণ, গত বছর অনেক ক্রিকেট খেলেছি আমরা। আমার মনে হয় যে গত পাঁচ বছরেও এতগুলো ক্রিকেট খেলিনি। এ কারণে বিশ্রামটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ৩ তারিখ থেকে আমরা আবার প্র্যাকটিস শুরু করছি। আমি বিশ্বাস করি যে, সব খেলোয়াড়ের মধ্যেই ভালো খেলার কিংবা জয়ের ক্ষুদাটা কাজ করবে। ৩ তারিখ (জানুয়ারি) থেকে আমরা আবার এক সাথে হবো। সবার মানসিকতা ক্রিকেটে সেট করবো। কারণ সামনে আমাদের গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। এ কারণে ওখান থেকেই আমরা যা করার তা করা শুরু করবো।’ একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে নতুন বছরের জন্য তরুনদের প্রতি তামিম কী বার্তা দেবেন? জাতীয় দলের এই ওপেনার বলেন, ‘দেখুন, আমরা যদি বিশ্বের সেরা সেরা দলগুলোর দিকে তাকাই তাহলে দেখবেন, তাদের মধ্যে যদি খেলার ক্ষুদা, জযের ক্ষুদা কাজ না করতো তাহলে তাদের পক্ষে ভালো করা সম্ভব হতো না। আপনি যদি বিরক্ত হয়ে যান, যা করতেছেন তার ওপর, তাহলে কখনওই কোন ভালোকিছু করতে পারবেন না। এ কারণেই আমি মনে করি, খেলার ক্ষুদাটাই হলো সবচেয়ে মূল বিষয়। শুধু ক্রিকেটই নয়, যে কোন পেশাতেই খিদাটা থাকতে হবে আপনার। না হলে কাজ করে কিংবা খেলে মজা পাবেন না। খিদা থাকলে ভালো করার সুযোগ বেড়ে যায়। খিদাটা ধরে রাখতে হলে মাঝে-মধ্যে বিরতিও দরকার হয়। সব সময় একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকলে স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়বেন। তো আমরা ভালো একটা বিরতি পেয়েছি। এখন আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট রয়েছে, জিম্বাবুয়ে সিরিজটা হলে তিনটা। খিদাটা কিন্তু আমাদের জন্য খুব কাজে দেবে।’ আইএইচএস/আরআইপি

Advertisement