হামলা, ব্যালট পেপার ছিনতাই আর অবৈধ সিল মারার অভিযোগ পাওয়া গেছে ঠাকুরগাঁও পৌরসভার ৩টি কেন্দ্রে। এই অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফলাফল স্থগিত করে ব্যালট পেপার ও মালামাল রিটার্নিং অফিসারের কাছে জমা করেছেন। কেন্দ্রগুলো হচ্ছে; ঠাকুরগাঁও পৌরসভার পলিটেকনিক ইনস্টিটিউট, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের পুরুষ কেন্দ্রটি।এ সময় পলিটেকনিক কলেজ কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব ও সাংবাদিক পার্থ সারথী দাসের ওপর হামলা চালানো হয়। তাদের ক্যামেরা ভাঙার চেষ্টাও করা হয়। তাদের বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। অভিযোগ পাওয়া যায়; ঠাকুরগাঁও পৌরসভার পলিটেকনিক কলেজ কেন্দ্রে ও গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধভাবে সিল মারার সময় বাধা দিলে কয়েকজন সন্ত্রাসী ব্যালট বক্স নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় বেলা সাড়ে ১২টা থেকে ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পলিটেকনিক কেন্দ্রে অবৈধভাবে ভেতরে প্রবেশ করে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে যাবার চেষ্টা করলে ২ জন সংবাদকর্মীর ওপর হামলা চালায় তারা। তাদের ক্যামেরা ও মাইক্রেবাস ভাঙচুর করে। তবে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের অভিযোগ আ’লীগ প্রার্থীর সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটনাচ্ছে।এ ব্যাপারে রিটার্নিং অফিসার আফম ফজলে রাব্বীর কাছে জানতে চাইলে কেন্দ্র স্থগিতের কথা স্বীকার করে করেছেন তিনি।রবিউল এহ্সান রিপন/এসএইচএস/পিআর
Advertisement