বিনোদন

তারকাবহুল ‘পাপ-পুণ্য’ সিনেমা মুক্তি পাচ্ছে ৪ ফেব্রুয়ারি

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘পাপ-পূণ্য’ সিনেমা। তারকাবহুল এ সিনেমা শুটিং অনেক আগেই শেষ হয়েছে। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ছবিটির মুক্তির জন্য প্রস্তুত করেছেন। চলতি বছরের জানুয়ারিতে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্রও পায়।

Advertisement

তবে করোনার কারণে কয়েক দফায় মুক্তির সিদ্ধান্ত নিয়েও তা পিছিয়ে যায়। অবশেষে নির্মাতা নিশ্চিত করলেন, আসছে বছরের ৪ ফেব্রুয়ারি সারাদেশের সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। কয়েকবার মুক্তির পরিকল্পনা করলেও মুক্তি দিতে পারিনি। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি ৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দিতে চাচ্ছে। আমরা সেভাবেই প্রস্ততি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মানুষের মৌলিক তাড়না নিয়ে এই চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে। ৭০ বছরের বাংলা ছবির ইতিহাসে ‘পাপ-পুণ্য’ হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি প্রযোজনা করায় ইমপ্রেস টেলিফিল্মকে সাধুবাদ জানাই।

Advertisement

আরও একটি কথা বলতে চাই। সব শ্রেণির দর্শকের জন্যই আমার ছবিটি। সবাই এটি উপভোগ করবেন বলে আশা করছি আমি।’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ একঝাঁক তারকা।

এলএ/জেআইএম

Advertisement