রাজনীতি

ভোট কারচুপির অভিযোগ জামায়াতের

প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ না করেও পৌরসভা নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতির মাধ্যমে এ অভিযোগ করেন। শফিকুর রহমান বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে গত ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন ব্যালট ডাকাতির জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা এবং ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশনের নির্বাচনেরই পূনরাবৃত্তি ঘটিয়েছে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন।বিবৃতিতে বলা হয়, নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকেই সরকার দলীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা-কর্মীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি দলের প্রার্থীদের পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে। প্রশাসন ও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোন পদক্ষেপই গ্রহণ করেনি। উল্টো বিরোধী দলের ও স্বতন্ত্র প্রার্থীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। তিনি বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশন সরকারি দলের প্রার্থীদের অবৈধভাবে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। গতরাত থেকেই বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় সরকারি দলের লোকেরা ব্যালট ডাকাতি করে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়েছে। সরকারি দলের লোকেরা ব্যাপকভাবে জাল ভোট দিয়েছে। বিরোধী দলের ও স্বতন্ত্র প্রার্থীদের এবং তাদের পোলিং এজেন্টদের মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। কোনো কোনো ভোটকেন্দ্র থেকে বিরোধীদলের নেতা-কর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের এবং তাদের সমর্থকদের গ্রেফতার করা হয়েছে।এএম/এসইউ/আরআইপি

Advertisement