ফিচার

দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও কবি ওমর খৈয়ামের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১, শনিবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৮২৯- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।১৮৩৩- আমেরিকায় দাসপ্রথা বিরোধী সংগঠন গড়ে ওঠে।১৮৯৯- প্রথমবারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই জ্বরের ভ্যাকসিন মানব দেহে ব্যবহার করা হয়।১৯৫৩- শেরে বাংলা, ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন।১৯৯০- গণআন্দোলনের মুখে বাংলাদেশের ৯ বছরের প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা।

জন্ম১৮৮৮- ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার।১৮৯৩- ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার দক্ষিণ গড়িয়ার সন্নিহিত কালিকাপুর গ্রামের এক বর্ধিষ্ণু জমিদার বংশে জন্মগ্রহণ করেন। ১৯২১ থেকে ১৯৩২ সালের মধ্যে মোট ২২টি নির্বাক চলচ্চিত্রে এবং তারপর ১৬টি সবাক চলচ্চিত্রে অভিনয় করেন। দুর্গেশনন্দিনী চলচ্চিত্রে ওসমানের ভূমিকায় তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন। তিনি একজন দক্ষ নাট্যভিনেতা ছিলেন। ১৯২৫ সালে চিরকুমার সভা নাটকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসা পান।১৯১০- ভারতীয় আইনজ্ঞ,স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর. ভেঙ্কটরমন। ১৯৩৫- বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক কাজী আবদুল বাসেত।১৯৮৩- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ।১৯৯১- অস্ট্রেলিয়ার ১ পয়েন্ট হুইল চেয়ার বাস্কেটবল খেলোয়াড় সারাহ ভিঞ্চি।

Advertisement

মৃত্যু১১৩১- ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম। তিনি একজন ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ। ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর যুবা বয়সে তিনি সমরখন্দে চলে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন। এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসাবে প্রতিষ্ঠিত করেন। তিনি তার কবিতা সমগ্র, যেটি ওমর খৈয়ামের রূবাইয়াত নামে পরিচিত, তার জন্য বিখ্যাত।১৯৮৯- পূর্ব পাকিস্তানের গভর্নর সৈয়দ মুহাম্মদ আহসান।২০০০- ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক কলিন কাউড্রে।২০১৭- বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর।২০১৯- সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার বব উইলিস।

দিবসবাংলাদেশ জাতীয় বস্ত্র দিবস।

কেএসকে/এমএস

Advertisement