দেশজুড়ে

ভোলার তিন পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা এগিয়ে

ভোলার তিনটি পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৭০ ভাগ। ভোট গণনার শেষ দিকে ভোলার ১৮টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান ১৬ হাজার ২০০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বোরহানউদ্দিন পৌর নির্বাচনে একই দলের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম ৬ কেন্দ্রে ৫ হাজার ১৮০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।দৌলতখান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার ৭টি কেন্দ্রে ৬ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিএনপি দলীয় প্রার্থীরা ভোট সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন। স্থানীয় ভোটকেন্দ্রের সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।  অমিতাভ অপু/ এমএএস/পিআর

Advertisement