জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ৩০ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী বলে?উত্তর : ডিম্বাণু।২. প্রশ্ন : প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন কত?উত্তর : ৭২ বার।৩. প্রশ্ন : নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কীসের মাধ্যমে?উত্তর : ধমনীর মাধ্যমে।৪. প্রশ্ন : মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে?উত্তর : মেলানিন।৫. প্রশ্ন : সেলসিয়াস স্কেলে মানব দেহের সাভাবিক উষ্ণতা কত?উত্তর : ৩৬.৯ ডিগ্রি।৬. প্রশ্ন : মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিষ্কার করেন?উত্তর : উইলিয়াম হার্ভে।৭. প্রশ্ন : ফারেনহাইট স্কেলে মানব দেহের সাভাবিক উষ্ণতা কত?উত্তর : ৯৮.৪ ডিগ্রি।৮. প্রশ্ন : নারী-পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি?উত্তর : নারীর।৯. প্রশ্ন : কোন মস্তিস্ক যেকোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে?উত্তর : পুরুষ।১০. প্রশ্ন : পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে? উত্তর : নিউরন।১১. প্রশ্ন : পুরুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজম?উত্তর : ওয়াই ক্রোমোজম।১২. প্রশ্ন : স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজম?উত্তর : এক্স ক্রোমোজম।১৩. প্রশ্ন : মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত?উত্তর : ২৩ জোড়া।১৪. প্রশ্ন : জীবের বংশগতির একক কোনটি?উত্তর : জিন।১৫. প্রশ্ন : এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয়?উত্তর : আমাশয়।১৬. প্রশ্ন : AIDS এর পূর্ণরূপ কী?উত্তর : Acquired Immune Deficiency Syndrome. ১৭. প্রশ্ন : কোন গ্রুপের রক্তকে সর্বজনগ্রহীতা বলে?উত্তর : এবি গ্রুপ।১৮. প্রশ্ন : কোন গ্রুপের রক্তকে সর্বজনদাতা বলে?উত্তর : ও গ্রুপ।১৯. প্রশ্ন : বিশ্বের প্রথম টেস্টটিউব বেবী কে?উত্তর : লুইস ব্রাউন (ইংল্যান্ড)।২০. প্রশ্ন : পেসমেকার কে আবিষ্কার করেন?উত্তর : জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানি।এসইউ/পিআর

Advertisement