দেশজুড়ে

সুনামগঞ্জে আফ্রিকাফেরত প্রবাসীর বাসায় লাল পতাকা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।

Advertisement

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট (ধরন) ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বুধবার (১ ডিসেম্বর) বিকেলে ওই প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানায় উপজেলা প্রশাসন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

লিপসন আহমেদ/এসআর/জিকেএস