জাতীয়

যাচাই শেষে ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইন নির্মাণ : প্রধানমন্ত্রী

সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শেষ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।তিনি বলেন, বর্তমানে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শেষ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।শেখ হাসিনা আরও বলেন, চায়না নির্মাণকারী প্রতিষ্ঠানসমূহ এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে।এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ২ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।- বাসস

Advertisement