দেশজুড়ে

চৌমুহনী পৌরসভায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা, অনিয়ম, জাল ভোট প্রদান, প্রভাব খাটিয়ে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে নোয়াখালীর চৌমুহনীর ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন সময় স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওইসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন। সকাল ১০টার দিকে চৌমুহনী উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নুরানী মাদরাসা, ১১টার দিকে উত্তর হাজিপুর সরকারি প্রাথামিক বিদ্যালয়, ১২টার দিকে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, ১২টার দিকে গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুপুর ১টার দিকে মধ্যম করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর পার্শ্বের ভবন), মধ্যম করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পার্শ্বের ভবন ), দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও দুপুর ২টার দিকে চৌমুহনী সরকারি এসএ কলেজ (পুরাতন) ও চৌমুহনী সরকারি এসএ কলেজ (নতুন ভবন) কেন্দ্রেও ভোটগ্রহণ স্থগিত করা হয়।স্থানীয় ভোটাররা জানায়, স্থগিত কেন্দ্রগুলোর আশপাশে ককটেল বিস্ফোরণ, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করায় ভোটাররা কেন্দ্রগুলো ত্যাগ করে চলে যান।জেলা নির্বাচন কর্মকর্তা ও চৌমুহনী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন জাগো নিউজকে বলেন, কেন্দ্রের স্ব-স্ব প্রিজাইডিং অফিসাররা ভোটগ্রহণ স্থগিত করেছেন। তবে স্থগিতের কারণ তাদের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।এদিকে জেলার চাটখিল পৗরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ উল্যা পাটোয়ারি একক প্রার্থী হওয়ায় সে পদে ভোট না হওয়ায় কেবলকাউন্সিলর পদে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে হাতিয়া পৌরসভার চৌমুহনী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দুর্বত্তদের হামলার ঘটনা হয়েছে।এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। আহত হয় অন্তত ১০ জন। এছাড়া বসুরহাটে মাকসুদা সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে থেকে দুইশ গজ দূরে উৎশৃঙ্খল যুবকরা নৌকা প্রতীকের  নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। মিজানুর রহমান/এসএস/আরআইপি

Advertisement