দেশজুড়ে

সোনারগাঁওয়ে জাল ভোটের অভিযোগ

নারায়নগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলিমুল কোরআন মাদ্রাসায় জাল দেয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ১ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর আবারো ভোটগ্রহণ শুরু হয়। এর আগে জাল ভোটের অভিযোগে দুপুর ২টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।জানা যায়, সোনারগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইলমুল কোরআন মাদ্রাসা কেন্দ্র দখল করে সরকার সমর্থীত প্রার্থীর কর্মীরা সিল মারে। এ ঘটনা কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রিসাইডিং অফিসার জাহিদ ইকবাল সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করেন। পরে এক ঘণ্টা পর ওই কেন্দ্রে আবারো ভোটগ্রহণ শুরু হয়।স্বতন্ত্র প্রার্থী ছাদেকুর রহমান (জগ প্রতিক) অভিযোগ করে বলেন, প্রশাসনের সামনে সরকার সমর্থীতরা যেভাবে সিল মেরেছে তাতে গণতন্ত্র বলে কিছু নেই। ভোটারের অধিকার হরণ করা হয়েছে।বিএনপি সমর্থীত প্রার্থী মোশাররফ হোসেন বলেন, আমাদের বিভিন্ন এজেন্টদের বের করা দেয়া হয়েছে। সিল মেরে এভাবে আগে কখনই ভোট দেয়া হয়নি। এবারোই প্রথম এরকম ঘটনা ঘটলো।প্রিসাইডিং অফিসার আফম জাহিদ ইকবাল বলেন, কিছু লোক জামেলা সৃষ্টি করায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছিন। এক ঘণ্টা পর আবারো ভোটগ্রহণ শুরু হয়।জাল ভোট দেয়া প্রসঙ্গে বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।শাহদাত হোসেন/আরএস/এমএস

Advertisement