আগামী ৮ ডিসেম্বর গ্যাবায় শুরু হচ্ছে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। দুই বছর পর রাজকীয় সংস্করণে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তবে কোয়ারেন্টাইন জটিলতার মারপ্যাচে পার্থে সিরিজের শেষ টেস্টটি মাঠে না গড়ানোর আশঙ্কা রয়েছে।
Advertisement
হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে নিউ সাউথ ওয়েলস রাজ্য থেকে ভ্রমণকারীদের ১৪ দিনের ‘কঠোর কোয়ারেন্টাইন নীতি’ মেনে চলতে নির্দেশ দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য সরকার।
এই নিয়মের গ্যাড়াকলে পার্থে অ্যাশেজের পঞ্চম টেস্ট হওয়া নিয়ে প্রচণ্ড শঙ্কা কাজ করছে। কারণ আগামী বছরের ১৪ জানুয়ারি পার্থ স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে শেষ টেস্ট। তার আগে ৫ থেকে ৯ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে চতুর্থ টেস্ট। অর্থাৎ চতুর্থ ও পঞ্চম টেস্টের মাঝে ব্যবধান মাত্র চার দিনের। ফলে ১৪ দিনের কোয়ারেন্টাইন অসম্ভব।
পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য সরকারপ্রধান মার্ক ম্যাকগোয়ান সাংবাদিকদের বলেছেন, ‘অ্যাশেজেও এই নিয়ম বলবৎ থাকবে। সম্প্রচারক সংস্থা, দুই দেশের ক্রিকেটার, ক্রিকেট স্টাফ সবাইকেই ১৪ দিনের কোয়ারেন্টাইন নীতি মানতে হবে। স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কোনো ক্রিকেটার এখানে আসবে না। এই নিয়ম মানবে কি মানবে না, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার।’
Advertisement
এসএএস/জেআইএম