পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে সোনারগাঁওয়ে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। জি আর ইন্সিটিউশন কেন্দ্রে আওয়ামী লীগ ও আওয়ামী বিদ্রোহী প্রার্থীর সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।এর আগে সকালে একই কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত সেই সংঘর্ষের জের ধরেই আবারো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।জানা যায়, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফজলে রাব্বি ও বিদ্রোহী প্রার্থী সাদেকুর রহমান সাদেকের কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় ২ জনকে আটক করা হয়েছে।শাহদাত হোসেন/আরএস/এমএস
Advertisement