স্বাস্থ্য

ষাটোর্ধ্বদের দেওয়া হবে করোনার বুস্টার ডোজ

ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা ষাটোর্ধ্ব আছে, সিভিয়ার অসুস্থ যারা, তাদের আমরা বুস্টার ডোজের চিন্তা-ভাবনা করেছি। যাতে আমরা আগামীতে আমরা বুস্টার ডোজ দিতে পারি। অনেক দেশ ভারত থাইল্যান্ড মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরা বুস্টার ডোজ দিচ্ছে। আমেরিকা-ইউরোপের মতো উন্নত দেশগুলোতেও দিচ্ছে।’

পিসিআর টেস্টটা আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘র্যাপিড টেস্ট আরও জোরদার করারও পরামর্শ রয়েছে। বুস্টার ডোজের বিষয়েও ওনার (প্রধানমন্ত্রী) সঙ্গে আলোচনা হয়েছে।’

Advertisement

কবে নাগাদ বুস্টার ডোজ দেওয়া হবে- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়, ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) অফিস বসবে। বসে আমরা দিনক্ষণ ঠিক করবো। আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি।

আরএমএম/বিএ/এএসএম