ক্যাম্পাস

জাবিতে ওয়েলকাম পরিবহনের ১৭ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে ওয়েলকাম পরিবহনের ১৭ বাস আটক করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাসগুলো আটক করা হয়।শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র ইশমামের (পদার্থ বিজ্ঞান বিভাগ, ৪৪তম ব্যাচ) সঙ্গে আমিন বাজার এলাকায় ভাড়া নিয়ে কথাকাটির এক পর্যায়ে দুর্ব্যবহার ও অর্ধেক ভাড়া নিতে অসম্মতি জানায় চেকার আজাদ। পরে সে হলের ছাত্রদের বিষয় জানালে তারা বাস আটক করে।পরে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মেহেদী ইকবাল, ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, ওয়েলকাম পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কালু শেখ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান করেন। এখন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ওয়েলকাম পরিবহনে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মাথাপিছু গাবতলী পর্যন্ত দশ টাকা, মতিঝিল পর্যন্ত বিশ টাকা, এছাড়া সাভার ও পল্লী বিদ্যুৎ পর্যন্ত পাঁচ টাকা করে ভাড়া দিতে হবে বলে জানান ওয়েলকাম পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কালু শেখ। এছাড়া তিনি চেকারদের কাছে আইডি কার্ড প্রদর্শন করার জন্য ছাত্রদের অনুরোধ করেন। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ওয়েলকাম পরিবহনের চেকার বসানো হবে বলেও জানান।এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মেহেদী ইকবাল ছাত্রদেরকে আইডি কার্ড সাথে রাখতে বলেন।হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

Advertisement