গণমাধ্যম

সাংবাদিকদের নির্বাচনে আমি কোনো পক্ষে নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আগামীকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এ নির্বাচনে সমর্থন নেওয়ার জন্য অনেকে আমার কাছে আসেন। আমি তাদের বলেছি, শুধু ডিআরইউ নয়, যেকোনো সাংবাদিক সংগঠনের নির্বাচনে আমি কোনো পক্ষ নেই না।

Advertisement

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে এ সভা শুরু হয়। সভায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নেতা সাংবাদিকরাই বেছে নেবেন। তিনি যে দল বা মতের হোক না কেন এটা আমার দেখার বিষয় নয়। আমি চাই সাংবাদিকদের নির্বাচন সব সময় স্বচ্ছ হোক, এটা আমার প্রত্যাশা। আমি ডিআরইউ নির্বাচনে পক্ষ নেবো না। আমি ইউনিটির সমৃদ্ধি কামনা করি।

ড. হাছান বলেন, আমার একটা বিষয় ভালো লাগে, এখানে রাজনীতি হয় না। সাংবাদিকরা সমাজের পথপ্রদর্শক। রিপোর্টার এমন তথ্য বের করেন, যা সমাজকে নাড়া দিয়ে থাকে। আমি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের বিষয়ে আগে জানতাম না। সংগঠনটি প্রতিদিন শত শত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। এ খবরটি আমি সাংবাদিকদের মাধ্যমেই জেনেছি।

Advertisement

সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খানসহ সভায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমওএস/এমকেআর/এমএস