জাতীয়

কারো সঙ্গেই সাক্ষাৎ করছেন না সিইসি

নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দলের কারো সঙ্গেই সাক্ষাৎ করছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রাকিবউদ্দীন আহমদ। বুধবার সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ইসিতে যান এবং কমিশনার জাবেদ আলীর কার্যালয়ে অপেক্ষা করেন। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে আরেকটি দল ইসিতে যায়। তবে দুই দলের প্রতিনিধিরাই সিইসির সঙ্গে সাক্ষাৎ করে ব্যর্থ হন। দুপুর দেড়টা সময় দুই দলের প্রতিনিধিরা সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করলেও কেউ সিইসির সাক্ষাৎ পাননি বলে জানান।এ সংবাদ লেখা পর্যন্ত এইচটি ইমাম, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক কমিশনার মো. শাহ নেওয়াজের কার্যালয়ে অবস্থান করছেন। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট অন্য প্রতিনিধি দলটিও কমিশনার জাবেদ আলীর কার্যালয়ে অবস্থান করছেন।নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা ইসিতেই অবস্থান করবেন বলে জানা গেছে।এইচএস/এএস/আরএস

Advertisement