ফিচার

হাজী মুহম্মদ মুহসীনের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২৯ নভেম্বর ২০২১, সোমবার। ১৪ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৫২০- স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালীর সন্ধান পান।১৭৭৫- স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।১৭৯২- মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।১৮৩৯- গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।১৮৯৭- ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।১৯৮৮- প্রলংকারী ঘূর্নিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ।

জন্ম১৯০১- মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী মিলড্রেড হ্যারিস।১৯৩৬- ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়।১৯৪৪- ভারতীয় বাঙালি বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজারশিল্পী মানিক সরকার।১৯৭৩- ওয়েলশ ফুটবলার রায়ান গিগস।

Advertisement

মৃত্যু১৮১২- বাঙালি মুসলমান শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহম্মদ মুহসীন। ১৭৩২ সালে হুগলীতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা হাজী ফয়জুল্লাহ ও মা জয়নাব খানম। ফয়জুল্লাহ ছিলেন একজন ধনী জায়গিরদার। মুহম্মদ মুহসীন ইরান থেকে বাংলায় এসেছিলেন। দানশীলতার জন্য দানবীর খেতাব পেয়েছিলেন তিনি। এখনও দানের ক্ষেত্রে তুলনায় তার দৃষ্টান্ত ব্যবহার হয়ে থাকে।১৯৪৯- রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।১৯৫১- ভারতের একজন বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার প্রমথেশ চন্দ্র বড়ুয়া।১৯৮৭- বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা।১৯৯৩- ভারতের অগ্রগণ্য শিল্পপতি জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা।২০০১- বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসন।

কেএসকে/জেআইএম