দেশজুড়ে

ভোট কেন্দ্রে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভার সুধুপাড়া ভোট কেন্দ্রে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার সুধুপাড়া ভোট কেন্দ্রে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থতি শান্ত রয়েছে।রাজশাহী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভায় দুইজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মালেক এবং বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক প্রাং।পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভবানীগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫৪৩ এবং নারী ৬ হাজার ৪১৭জন। মোট ৯টি কেন্দ্রে সকাল আটটা থেকে ভোটগ্রহণ চলছে।রাশেদ রিন্টু/এআরএ/এমএস

Advertisement