দেশজুড়ে

কুমিল্লায় ভোটকেন্দ্র থেকে অস্ত্রসহ আটক ৮

কুমিল্লার লাকসাম পৌরসভায় নির্বাচন চলাকালে কেন্দ্রে প্রভাব বিস্তারের সময় দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন, উপজেলার উত্তরদা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, সদর দক্ষিণ উপজেলার বাগমারা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আয়াত উল্লাহ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ ৮জন। এদের মধ্যে লাকসাম রেলওয়ে স্কুল ভোটকেন্দ্র থেকে ৫ জন ও ধামৈচা কেন্দ্র থেকে অপর ৩ জনকে র‌্যাব-১১ এর একটি ভ্রাম্যমাণ দল আটক করে। রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম ৮ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। চান্দিনা পৌরসভার বেলাশ্বর কেন্দ্রে ৩ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। হোমনা পৌরসভার শ্রীমর্দি হাফিজিয়া মাদরাসায় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। একই পৌরসভায় দুপুর সোয়া ১২টার দিকে গোয়ারীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আ.লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে সিল মেরে বাক্সে ফেলার অভিযোগে দুপুর ১টায় ভোটগ্রহণ স্থগিত রয়েছে। খবর পেয়ে ওই কেন্দ্রে ছুটে গেছেন উপজেলা রিটার্নিং অফিসারসহ র্যা ব পুলিশের কর্মকর্তারা।  কামাল উদ্দিন/এসএস/এমএস

Advertisement