ভারতের বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা দুইজনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। কর্নাটকের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কেম্পগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষায় তাদের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তবে তার ধরন হচ্ছে ডেল্টা। ওমিক্রনে আক্রান্ত নন তারা।
Advertisement
কর্নাটকের স্বাস্থ্যসচিব টি কে অনিল কুমার জানান, যারা বিদেশ থেকে ভারতে প্রবেশ করছেন, তাদের জিন সিকোয়েন্সিংয়ের প্রক্রিয়া দ্রুত করা হচ্ছে। তিনি বলেন, প্রথম যাত্রী গত ১১ নভেম্বর বেঙ্গালুরুতে যান, অপরজন ১৬ নভেম্বর। সিকোয়েন্সিংয়ের রিপোর্ট হাতে পাওয়ার আগে দুজনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তিনি আরও জানান, আমরা নিশ্চিত হয়েছি যে দুজনেই ডেল্টা ধরনে আক্রান্ত।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯, করোনার নতুন ধরন শনাক্তের খবর আসে। নতুন ধরন ওমিক্রনের নমুনা সংগ্রহ করা হয় গত ৯ নভেম্বর। এরপর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২২ জন এই নতুন ধরনে আক্রান্ত বলে নিশ্চিত করে।
এদিকে, যুক্তরাজ্যসহ ইউরোপের আরও কয়েকটি দেশে এবার করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানা গেছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণের তালিকায় যুক্ত হয়েছে জার্মানি ও ইতালি। এর আগে, দক্ষিণ আফ্রিকার পর ইসরায়েল, হংকং ও বতসোয়ানায় এই নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।
Advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনকে উদ্বেগজনক বলছে, তবে চিকিৎসা বিজ্ঞানীরা এখনও এর সংক্রমণ কতটা শক্তিশালী তার সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তবে এটি দ্রুত রুপান্তর ঘটিয়ে সংক্রমণ ছড়াতে পারে, এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএনআর/এমএস
Advertisement