রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে গলাচিপা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। ইভিএম পদ্ধতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি অনেকটা কম।
Advertisement
ইভিএম পদ্ধতি প্রথমবারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় নতুন ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে। যারা ভোট দিয়েছেন তারা নতুন এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন।
গলাচিপা পৌরসভার ১৬৮নং গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নতুন ভোটার সোনিয়া সুলতানা বলেন, জীবনে প্রথম ভোট দিলাম, ভালো লেগেছে। ইভিএমের কথা শুনেছি, আজ ইভিএম এ পছন্দের প্রার্থীকে ভোট দিলাম।
১৬৮নং গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিসাইডিং অফিসার মো. শহিদুল হক জানান, তার ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৭৩২ জন। এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত ১৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Advertisement
গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট ১৬ হাজার ৩৪০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮৩৪০ জন এবং নারী ভোটার ৭৯০০ জন।
আব্দুস সালাম আরিফ/এফএ/এমএস
Advertisement