স্বাস্থ্য

চট্টগ্রামে ১৩৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিনজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩৮৮ জনে।

Advertisement

রোববার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষার শনাক্তের হার শূন্য দশমিক ২১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে দুজন নগরের ও একজন বাঁশখালী উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন করে মোট তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

মিজানুর রহমান/বিএ/এমএস