নাটোর জেলার পৌর নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপির প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এসব ঘটনায় ৩ জন বিএনপি সমর্থক আহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।নাটোর জেলার গুলজার শুর পৌরসভা ফুলবাগান কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি সমর্থকদের ওপর এ হামলা করে। এতে তিনজন আহত হয়।এদিকে গারিসা পাড়ায় বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী আমজাদ হোসেনের সমর্থকদের ওপর আওয়ামী লীগ প্রার্থী শাহনেওয়াজের হামলার অভিযোগ রয়েছে।এআরএস/এমএস
Advertisement