আন্তর্জাতিক

ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা পর্যালোচনা করবে ভারত

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যেই জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হওয়ার কথা ভারতে। কিন্তু এর আগেই বৈঠকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা পর্যালোচনা করতে বললেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisement

নতুন ধরন মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে স্বাস্থ্য বিভাগসহ দেশটির অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে মোদীর বরাত দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, নতুন হুমকির আবহে মানুষকে আরও সতর্ক হতে হবে। মাস্ক পরা ও সামাজিক দূরত্বের মতো যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

দেশটির প্রধানমন্ত্রী ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত দেশগুলোর ওপর নির্দিষ্ট করে নজর রাখার কথাও বলেন। এছাড়া সব ধরনের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এসময় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনার বিষয়টি পর্যালোচনা করতে বলেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের পাঁচটি দেশে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে ইউরোপ, আমেরিকা, ভারতসহ বহু দেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। বৈঠকে অন্তত ৫০ বার জিনের বিন্যাস বদল করে তৈরি হওয়া এ ধরন সম্পর্কে কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

শনিবারের ২ ঘণ্টার ওই বৈঠকে দেশের টিকা কার্যক্রম নিয়েও খোঁজখবর নেন নরেন্দ্র মোদী। এদিকে করোনার নতুন ধরন শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকাকে বিধিনিষেধের আওতায় আনছে বহু দেশ। গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনের তথ্য জানায়।

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, তারা ভাইরাসের নতুন ধরনটির বিষয়ে আরও জানার চেষ্টা করছেন। এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে বি.১.১.৫২৯। স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) এক জরুরি বৈঠক ডাকে ডব্লিউএইচও। পরে করোনার নতুন এ ধরন উদ্বেগজনক বলে জানানো হয়। নতুন এ ধরনের নামকরণ করা হয় ওমিক্রন।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

এসএনআর/টিটিএন/এমএস

Advertisement