রাজনীতি

মিল্কী হত্যার আসামি পাপ্পুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক মিল্কী হত্যা মামলায় আসামি শরিফ উদ্দিন চৌধুরী পাপ্পুর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।ঢাকা মহানগর হাকিম আজাদুজ্জামান নূর বুধবার এ আদেশ দেন। বুধবার জামিন বাতিল সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অন্যদিকে অপর ১১ আসামিদের জামিন বহাল রাখেন আদালত।গত বছরের ২৯ জুলাই মধ্যরাতে গুলশান ১ নম্বরে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কীকে গুলি করে হত্যা করে জাহিদ সিদ্দিকী তারেক। বিপণিবিতানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এ খুনের দৃশ্য ধরা পড়ে। সে রাতেই উত্তরার একটি ক্লিনিক থেকে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ কয়েকজনকে গ্রেফতার করে ‌র‌্যাব।

Advertisement