ফিচার

মুনীর চৌধুরী ও ভাষাশহীদ আবদুস সালামের জন্ম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২৭ নভেম্বর ২০২১, শনিবার। ১২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১০০১ - পেশাওয়ারের যুদ্ধ সংঘটিত।১৮৯৫- বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।১৯১২- আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।১৯১৪- ব্রিটেনে প্রথম নারী পুলিশ নিয়োগ দেওয়া হয়।১৯৪১- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।১৯৪৩- চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।

জন্ম১৮৭৮- বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচী।১৮৮৮- বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। ১৯০০- ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রশীদ তর্কবাগীশ।১৯১৩- চিত্রশিল্পী চিত্রনিভা চৌধুরী।১৯২৫- বাংলাদেশি ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। একাধারে একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী ছিলেন তিনি। ১৯২৫- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন শহীদ আবদুস সালাম। ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামানুসারে পরবর্তীতে গ্রামের নামকরণ করা হয় সালামনগর। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে ১৯৫২ সালে নিহত হন। তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়।১৯৫২- ভারতীয় উপমহাদেশের সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী।

Advertisement

মৃত্যু১৯৭১- বাংলাদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক হারুনুর রশীদ।১৯৮৪- বাঙালি অভিনেতা এবং গায়ক অসিতবরণ মুখোপাধ্যায়।১৯৯০- স্বৈরশাসন বিরোধী আন্দোলনকারী শহীদ ডা. মিলন।১৯৯৮- গবেষক ও লেখক নরেন বিশ্বাস।২০০৮- ভারতীয় রাজনীতিবিদ ও অষ্টম প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং।২০২০- বাংলাদেশি অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট আলী যাকের।

দিবসশহীদ ডা. মিলন দিবস,বাংলাদেশ।

কেএসকে/জেআইএম

Advertisement