স্বাস্থ্য

করোনায় মৃত্যু নেই ছয় বিভাগে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ একজন ও নারী দুইজন। তাদের সকলেই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৭৩ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়। অবশিষ্ট ছয় বিভাগ- চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। আজ (২৬ নভেম্বর) পর্যন্ত সর্বমোট করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ২০৭ জনের মৃত্যু হয়। সবচেয়ে কম মৃত্যু হয় ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন।

Advertisement

এছাড়া চট্টগ্রামে পাঁচ হাজার ৬৮০ জন, রাজশাহীতে দুই হাজার ৫০ জন, খুলনায় তিন হাজার ৬০৯ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৭০ জন এবং রংপুর বিভাগে এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়।

এমইউ/কেএসআর/এমএস