রাঙ্গামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে দুর্গম পাহাড়ে নানিয়ারচর জোনের অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।
Advertisement
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন একটি আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে একটি ঘর থেকে একটি একে-৪৭, বিদেশি পিস্তল, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শংকর হোড়/ইউএইচ/এএসএম
Advertisement