ঠাকুরগাঁওয়ে ৩টি পৌরসভায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে এ ৩টি পৌরসভার ৩৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।তবে গত একতরফা সংসদ নির্বাচনের মত মানুষের মাঝে ভয়, আতংক, আর ভোটারদের অনাগ্রহ ছিল না এতে। বড় রাজনৈতিক দলের গ্রহণযোগ্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করায় কেন্দ্রে-কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সকাল ৮.১০ মিনিটে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা কালেক্টর পাবলিক হাই স্কুলে ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন।প্রতিটি ভোট কেন্দ্রে সকালেই নারী-পুরুষের আলাদা-আলাদা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য ভিড় করে ভোটাররা। বেলা বাড়ার সাথে-সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। এখানে নিজেদের পছন্দনীয় প্রার্থীদের ভোট দিতে সকলের মাঝেই দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনে আইনশৃংখলা রক্ষায় আনসার পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি টহল দিচ্ছে।উল্লেখ্য, ঠাকুরগাঁও পৌরসভার মোট ভোটার ৫২ হাজার ৯৩০, পীরগঞ্জে ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৩ জন ও রাণীংশকৈলে ভোটার সংখ্যা ১১ হাজার ৪শ’ ৮৩ জন।রবিউল এহসান রিপন/এআরএস/এমএস
Advertisement