জাতীয়

নৌকায় জালভোট দেয়ায় আটক ৪

সোনারগাঁও পৌরসভার একটি কেন্দ্রে নৌকা মার্কায় জাল ভোট দেয়ার সময় চারজনকে আটক করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। অভিযোগ প্রমাণের ভিত্তিতে তাদের সাজা দেয়া হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক। বুধবার সকাল সাড়ে ১০টায় সোনারগাঁয়ের উদ্ভবগঞ্জের সাহাপুর তালীমুল মাদ্রাসায় এঘটনা ঘটে। তবে আটকৃতদের নাম-পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক জাগো নিউজকে জানান, আমরা তাদের অপরাধ যাচাই-বাছাই করছি। তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের সাজা দেয়া হবে। এদিকে, সোনারগাঁও পৌরসভা নির্বাচন সুষ্ঠু হচ্ছে দাবি করে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জাগো নিউজকে জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। ৯ টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সোনারগাঁও পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মোশাররফ হোসেন, নৌকা প্রতীকে অ্যাডভোকেট ফজলে রাব্বি ও জগ মার্কায় নির্বাচন করছেন সাবেক পৌর মেয়র সাদেকুর রহমান ভুইয়া। এআর/জেইউ/এএইচ/এমএস

Advertisement