সীমানা জটিলতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল আদালত। রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে বুধবার (২৪ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি উবায়দুল হাসান এ আদেশ দেন।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান, উচ্চ আদালতের এ আদেশের ফলে এখন আউশকান্দি ইউনিয়নে ভোটগ্রহণে আর কোনো বাঁধা নেই। এ ইউনিয়নে ২৮ নভেম্বরই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেছেন।
এর আগে, সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) হাইকোর্ট ওই ইউনিয়নে নির্বাচন স্থগিতের আদেশ দেন। মহিবুর রহমান হারুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া আহমেদ একটি রিট পিটিশন দায়ের করেন। এতে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার সচিব, হবিগঞ্জ জেলা প্রশাসক, মৌলভীবাজার জেলা প্রশাসক, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ ও এক নম্বর খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিবাদী করা হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইউএইচ/জেআইএম
Advertisement