দেশজুড়ে

মানিকগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ : জালভোটের অভিযোগ

মানিকগঞ্জ সদর পৌরসভার শহীদ তিতুমীর একাডেমি ও মেঘ শিমুল প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের বাইরে  আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। বুধবার সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে ওই কেন্দ্র দুটিতে এ সংঘর্ষ হয়। শহীদ তিতুমীর একাডেমি ভোটকেন্দ্রে আ. লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে জালভোটের অভিযোগ এনেছে বিএনপি। এছাড়া জেলা যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আবু বকর সিদ্দিক তুষারের নেতৃত্বে আ. লীগের নেতাকর্মীরা মেঘ শিমুল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে বিএনপি ও আ. লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ও আ. লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল হুদা এ অভিযোগ করেন। নাসির উদ্দিন আহমেদ ও কামরুল হুদা অভিযোগ করে বলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারের নেতৃত্বে স্থানীয় আ. লীগ নেতাকর্মীরা শহীদ তিতুমীর একাডেমি ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টকে বের করে দিয়েছেন। আ. লীগের নেতা-কর্মীরা কেন্দ্রে ঢুকে জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ করেন এ দুই প্রার্থী।এ বিষয়ে পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি ও আ. লীগের বিদ্রোহী প্রাথী।বিএম খোরশেদ/এসআইএস/এমএস

Advertisement