জোকস

আজকের জোকস : ৩০ ডিসেম্বর ২০১৫

পর্যটক : নদীতে নামতে পারি? কুমীরের ভয় নেই তো? স্থানীয় লোক : নিশ্চিন্তে নামুন। এখন আর একটি কুমীরও নেই। গত দু’ বছরে সবক’টি কুমীর হাঙরে খেয়ে ফেলেছে।****গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তার গাইড হিসেবে দায়িত্ব পালন করছে শফিক। বিদেশি : তোমাদের এলাকাটা ভালোই। তবে আশপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির। পল্টু : সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে! ****মফস্বল শহরে বেড়াতে এসে এক পর্যটক একটা রেস্তোরাঁয় ঢুকল। ঢুকে সে দুটো সিদ্ধ ডিম আর চায়ের অর্ডার দিল। খাওয়া শেষে তাকে বলা হল বিল পঁচিশ টাকা। পর্যটক : এত দাম ডিমের? তোমাদের এখানে কি ডিম পাওয়া যায় না? ওয়েটার : ডিম পাওয়া যায়, কিন্তু পর্যটক পাওয়া যায় না। ****ছুটি কাটাতে মিশর গেছেন হরিপদ। সেখানে পিরামিড দেখে ফেরার পর হরিপদের এক বন্ধু-বন্ধু : কিরে, কেমন দেখলি পিরামিড?হরিপদ : দূর! বড় বড় ত্রিভুজের জ্বালায় তো কিছু দেখাই যায় না!এসইউ/এমএস

Advertisement