নোয়াখালীর সুধারামে যৌতুকের জন্য শিরিন আক্তার (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ নভেম্বর) জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Advertisement
নিহত শিরিন আক্তার সুধারাম থানার ৭ নম্বর ধর্মপুর ইউনিয়নের ইদ্রিস হাওলাদার বাড়ির মো. সেলিমের মেয়ে। তিনি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুরের ইঞ্জিনিয়ারের বাড়িতে ভাড়ায় থাকতেন।
জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, বলেন, মঙ্গলবার দিনগত রাতের যে কোনো সময় শ্বশুর পরিবারের লোকজন যৌতুকের জন্য ভিকটিম শিরিন আক্তারকে পিটিয়ে জখম করেন। পরে তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম